কুয়াকাটা নামটি শুনলে
একঝাঁক কাঁকড়ার চিত্র ভেসে ওঠে
কাঁকড়া তো বালুরই সন্তান,
এক যোজন বালুর চিত্র ভেসে ওঠে
বালুকারা তো সাগরেরই সন্তান।


কুয়াকাটা নামটি শুনলে
একতট্ ঝাউয়ের চিত্র ভেসে ওঠে
ঝাউয়েরা তো বেলাভূমিরই সন্তান,
একঝাঁক গাংচিলের চিত্র ভেসে ওঠে
চিলেরা তো আকাশেরি সন্তান।


কুয়াকাটা নামটি শুনলে
একদেশ সবুজের চিত্র ভেসে ওঠে
সবুজের মাঝে ভেসে ওঠে এক টিপ্ সূর্য :
কুয়াকাটা নামটি শুনলে
সবুজে-অরুণে বাংলাদেশের চিত্র ভেসে ওঠে।
🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙🐙
🏝🏝🏝🏝🏝🏝🏝🇧🇩🏝🏝🏝🏝🏝🏝🏝
_________________________