লইট্যা মাছের ঝাল
যে খেয়েছে সেই চেয়েছে
আনতে চিরকাল।
বেগুন-কচু-বীন্-টমেটো
ধনেপাতায় মেখে
রাঁধতে দেখি- মানিক, ভোলা
তপন, রানুর মা'কে।
সঙ্গে, রসুন-পেঁয়াজ-জিরে
কাঁচালঙ্কা-আদায়- - -
সরষে তেলে সকল ফেলে
আচ্ছা করে ভাপায়।
রংবাহারি সে তরকারি
গরম-গরম ভাতে
দুপুর কিংবা রাত্রে খেলে
প্রাণটা জুড়ায় তাতে।
হলফ্ করে বাজি ধরে
এইটে বলতে পারি
দাঁত-নখ-চোখ-হাড়ের এ মাছ
ভীষন উপকারি।
"""""""""""'""'"''''""'"'''''''''''''''''"""""'''''""''""""