মেহনতি
""""''"'''''''''"''
মেহনতি ভেড়ার মতো
বাগানের কোণে-কোণে  যত
গুচ্ছের নিয়ে তৃণদলে
ঝাড় হয়ে থাকি;
কষ্টের বৃষ্টির জল পান ক'রে
কঠিন মৃত্তিকার রস প্রাণে পুরে
জৌলুসহীন-
তুচ্ছ  কুসুমকলি বক্ষে ফোটাই,
নির্জন নিরালায় সদা জেগে রই।
আমি মল্লিকা
রূপহীন রংহীন শ্বেত বহ্নিকা!
অন্যথায়, উঁচা শির
মৃত্তিকায় লোটে
আসরে বাসরে তাজা
যদি না জোটে
এই ফুল, এ মুকুল
এই সুশোভন-
জাঁক জলসায়
তোমাদের বাবুদের
মানে, প্রয়োজনে
হয় প্রয়োজন।
অন্যথায় হাতে বুকে
খোঁপায় উধাও,
মেহনতি পা ফেলে
মেহনতি মন ঢেলে
যদি না শাখার পানে
হস্ত বাড়াও।
==========================
                                       _প্রভঞ্জন ঘোষ।