লম্ফঝম্ফ করে-
গনগনে ওই চুলোয় পোকা
পাল্টি খেয়ে মরে।


প্যাঁচের বাতি জ্বালে-
আলেয়ার ওই আলোয়
আলো কেবলি নিস্ফলে।


ধূলোর ঝঞ্ঝা তোল!
ধূলোয়-ধূলোয় লেপটিয়ে ঝড়
তেজ-হুঙ্কার ভোলো।


বিকট্ কন্ঠ ভাঁজা-
ফাঁকা করে মাঠ দিয়ে যায় শ্রোতা
রাত-দিনগত সাজা------


নিজের অগ্নি জ্বেলে ধুমকেতু
নিজের পুচ্ছ জ্বালাও,
নিজের অস্থি ছাই-পাঁশ ক'রে
নিজেকে গুটিয়ে পালাও।
              =
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
========================