নিম্নচাপ
এই কয়দিন বৃষ্টি
পথঘাট সব প্যাচপ্যাচে,
এই কয়দিন ঘরে কেবল
ভাজাভুজি- মুচমুচে।


এই কয়দিন সারা আকাশ
থমথমে, তার গাল ফুলো
গায়ে-পীঠে কে লেপেছে
কয়লা,ভুশোর রংগুলো?


এই কয়দিন মেঘে-মেঘে
চাপা আলোর ঝলকানি
মাঝে-মাঝে মাদল পেটার
ঘোর আওয়াজের চমকানি।


মাঝে-মাঝে ঝমঝমিয়ে
দিচ্ছে, তা খুব মন্দ নয়,
মাঝখানে পাশ দিচ্ছে ছুঁড়ে
চোখ বুঝি এই অন্ধ হয়!


ঝিল্লি-ঝিঁঝিঁ-উইচিংড়ের
গান বুঝি শেষ হয় না আর,
মধ্যিখানে সানাই ভেঁপু
বাজায় দাদুর যে যাহার।


এই কয় রাত ঠিক যেন ঘোর
দস্যু-দানব-ডাকাতে-
দিন যেন তায় সিঁধেল চোরের
চোখের মতো ঘোলাটে।


এই কয়দিন সকাল-সন্দ্যি
গৃহবন্দি একরকম
পথ ঘাট মাঠ বন্ধুবাড়ি
যাত্রা বন্ধ ওইরকম।


এই কয়দিন আর কিছু নয়
আকাশজুড়ে নিম্নচাপ,
কাজেই- কেবল তালের বড়া
চালভাজা, কাঁকরোলের চাপ।
==========================
                                       -প্রভঞ্জন ঘোষ।