পঁয়তারা
""""'""'""""""""""'
অজর, অমর, অশেষ
মহানিশ্চল মহানির্ঘোষ মহাচঞ্চল
সদাজাগ্রত, চক্রাবর্ত
পরিদর্শক, সূত্রধারক,
ভাবলেশহীন মগজবিহীন
হাতে বাঁধা মোর সামঞ্জস্য
অপার-আস্য শিবউপাস্য।
মহামহিময় অ-প্রত্যয়
অবিচলধারা-আশু পঁয়তারা
চোখের নিমেষ করে যাই শেষ!
মহাসুনসান্, শ্মসান-মশান
গায়ে বাঁধা মোর রাঙা ফুলডোর।
অচিন, অঘোর, অজিতেষ-
মহানিয়ামক, মহাকর্ষক, চিতচুম্বক
মহাজাগতিক, ইন্দ্রগতিক
কৃচ্ছপ্রবন, চেতনাচেতন
সাধু-শুভমতি, স্থিরপ্রকৃতি!
ধুলিধরাময়, কলুষিতময়
তরঙ্গধারা-নীলপঁয়তারা,
আচমকা তাই,যারপরনাই
যৎকিঞ্চিত সাফ্ দিয়ে যাই!
==========================
                                         - প্রভঞ্জন ঘোষ।