প্রারম্ভিক
   """""'''''''''''''
হীম্ পড়ার টুপটাপ শব্দ
শিখে নেওয়ার আগে
একদঙ্গল শেয়াল
রৌরব তোলে,
শেয়ালের হুক্কা
আগে হোক শিক্ষা।


চাঁদের জ্যোৎস্না
খুঁটে নেওয়ার আগে
ভূতেদের ছায়া
পর্দা ফেলে,
প্রেতচ্ছবিখানা
আগে হোক জানা।


কাঁকড়ার সাঁড়াশি জানা হোক
পিঁপড়ের অঙ্কুশি,
একে-একে
বুনো আলকুশি,
কুটকুটে ওল, কচু-মান - - -
তারপরে গাওয়া হোক পদ্মপুরান।
==========================
                                     - প্রভঞ্জন ঘোষ।