সংহারক
   ^^^^^^^^^^^^^
লন্ডভন্ড করে দেওয়ার জন্য
ঝটিকা নিয়ে বাতাস রেডি আছে
রেডি থাকে সূর্য
সুষুম্না থেকে শাঁস শুষে নেওয়ার জন্যে,
নুড়ি-পাথর-চাঙড় সাজিয়ে
আকাশ বসে থাকে,
বসে থাকে বানের গামলা ভরিয়ে।
নিম্নে গাছপালা উন্মুখ-
নিষ্ফলার হরতাল পুষিয়ে,
সমুদ্র রেডি থাকে
পাতাল-পর্বত-ভুমি- - - -
কিভাবে?
সুনামি-ধ্বস-কম্পন সাজিয়ে।
ওরা সব নিরীক্ষমাণ
শম্ভু,সহ্যমান-
নীরব প্রতীক্ষমাণ!
ওরা সব নিরীক্ষমাণ আচারে
আদপে,
মস্তষ্কের নাদান-বিবেকে-
অস্ত্রের এক চিলতে গর্ব
খর্ব করে দেওয়ার মানসে
ওরা সব অপেক্ষমাণ,
ঐশ্বর্যের অকাট উল্লাস
আরপার করে দেওয়ার বিধায়ে
ওরা সব অপেক্ষমাণ,
অপেক্ষমান বোধে বিচারে ব্যাবহারে;
ভস্ম নিয়ে বসে থাকে
আগুন-অশনি-কঙ্কর- - -
শোধনের ওরা সব বেতাজ কারিগর।
==========================
                                       _ প্রভঞ্জন ঘোষ।