তালগোল
^^^^^^^^^^^^^
তালের বৃক্ষ তাল দিচ্ছে
পাতার পাখা খানা,
আমরা দিচ্ছি গাছের গোড়ায়
করাত দিয়ে টানা।


নিমের বৃক্ষ নিরোগ দিচ্ছে
রাতের অক্সিজেন,
আমরা কেটে তলায় দিচ্ছি
শূণ্য ও হাইফেন!


মাঠপ্রান্তর সবুজ দিচ্ছে
জীবনদায়ী হাওয়া,
ইঁট কংক্রিট লোহার জালে
আমরা করছি ছাওয়া।


রামধনু-চাঁদ-সূরজ-তারা
ধরার চূড়ার ভূষন-
য্যোতির মুকুট ভেঙে গড়ছি
গগনচুম্বী ভবন।


শিশুজীবন সৃষ্টি করেন
সরলতায় মাজি'
আমরা অকাট বড় হয়ে
জটিল কুটিল সাজি।


পালনকর্তা আলো ঢালেন
যোগান মাটি-বারি.
আমরা নিত্য বিষ ছড়িয়ে
সাজাই মৃত্যুপুরী!
================================
                                      _ প্রভঞ্জন ঘোষ।