সাপ-সাপ-সাপ সাপের মতো
মাচায় ঝোলে চিচিংগা
দুল-দুল-দুল দুলের মতো
শাখায় দোলে কামরাঙা।


বল-বল-বল বলের মতো
গাছের আগায় পাকা তাল
লাখ-লাখ-লাখ লক্ষ-কোটি
রঙের বুটিক-মসুর ডাল।


চাঁই-চাঁই-চাঁই চুপড়িআলু
মাটির নীচে রয় পড়ে'
ডাং-ডাং-ডাং সজনে ডাঁটা
শজনে গাছের ডাল জুড়ে-


ঢোল-ঢোল-ঢোল ঢোলের মতো
মিষ্টিকুমড়ো-লাউ-কাঁঠাল
গোল-গোল-গোল গোলার মতো
বেল-বাতাবির সুরতহাল।


এই-এই-এই এ্যাত্তগুলো
সব্জি-ফলের দিলাম খোঁজ
সঙ্গে দু'-চার-পাঁচ উপমা
আচ্ছা ক'রে দিলাম গোঁজ।
=========================
🍏🌵🍐🌵🍈🌵🍓🌵🍆🌵🍐🌵🍅🌵🍊