৩৫১ তম পূর্বাভাস ভ্রাম্যমাণ সাহিত্য আড্ডা


স্থানঃ নগর কোচিং সেন্টার (পিরিজগাহ দীঘির দক্ষিণ দিক)
নগর মুর্শিদাবাদ।


মহাশয়/মহাশয়া-
সুদীর্ঘ ৩০ বৎসর ধরে রাঢ় বাংলার গ্রামে-গঞ্জে-শহরে সাহিত্য শিল্প সংস্কৃতি চর্চায় সুষম মানবিক পরিবেশ গড়ে তোলার মহান লক্ষে নিয়মিত অনুষ্ঠিত হয়ে চলেছে “পূর্বাভাস ভ্রাম্যমাণ সাহিত্য আড্ডা”।    এই মহান উদ্দেশ্য পূরণের জন্য আগামী ১৮ ই মার্চ -২০১৮(18-03-2018) রবিবার সকাল ১০ টায় বিরাট আড়ম্বরে  ৩৫১ তম পূর্বাভাস ভ্রাম্যমাণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হবে “নগর কোচিং সেন্টারে”। সারাদিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই মনোজ্ঞ সাহিত্য আড্ডায় আপনার/আপনাদের ঐকান্তিক উপস্থিতি অবশ্যই কাম্য।


তারিখঃ২৮/০২/২০১৮                                                  
পূর্বাভাস ভ্রাম্যমাণ সাহিত্য আড্ডার পক্ষে-
গোলাম মোস্তাফা (নবাব)
মহঃ সানারুল মোমিন


১।কবিতা টুকরো (আঞ্চলিক ভাষায়)
মহঃ সানারুল মোমিন

ভাল্লাগেনা ভাল্লাগেনা-
বুলিসন্যা মা পড়ত্তে।
ন্যাংঠা ছ্যালা খুশি দ্যাখ-
গাদে মাছ ধরত্তে।


ল্যাসড়া ড্যালে কইয়া চ্যাচায়
পাড়চ্ছে দ্যাখ  আণ্ডা।
জাড়ের বিহান লিহর পড়চ্ছ্যে-
হাড্ডি ভ্যাঙ্গা ঠান্ডা।


তবন পিনহে ল্যাইত্তে গ্যালো
লদীর গাদ ঘোল্যা পানি।
ছ্যলায় ছ্যলায় ক্যাজ্জ্যা ল্যাগে
করে টানাটানি।


২।একটি প্রচালিত আঞ্চলিক ছড়া


ছ্যাইয়া ক্যইরে রে,
বিহ্যা ক্যইরে রে,
ঢ্যাংকা বাজ্যাইছ্যে ঢ্যোল।


বিল্যাইয়ের কাচ্ছে শুয়াবো।
বিল্যাইয়ের দুউধ খাওয়াবো।
বান আইল্যে ভাস্যাইবো-
নৌকহা আইল্যে তুল্যাবো।
বাজ্যাইস না  আর খ্যোউল-
ব্যেরিন গ্যালো কানের খ্যৈল

[ছায়া করে রে,
বিয়ে করে রে,
ঢংকা (ঢাঙ্গা= লম্বা মানুষ) বাজায় ঢোল।


বিড়ালের কাছে শোওয়াবো।
বিড়ালের দুধ খাওয়াবো।
বান এলে ভাসাবো।
নৌকা এলে তোলাবো।
বাজাস না আর খোল।
বেরিয়ে গেলো কানের খৈল (ময়লা)]
........................................................................................................