বিশ্ব সভ্যতার ইতিহাসে শ্রদ্ধেয় শেখ মজিবুর রহমান শুধু একটি নাম নয়,দিগন্ত বিস্তারী এক মহান প্রতিষ্ঠান।বিশাল মহত্বের হৃদয়ের অধিকারী। এই মহান ব্যক্তিটি,বাঙালীর হৃদয়ের মানুষটি তাঁর নিঃশর্ত ত্যাগের স্বমহিমায় সমস্ত বাঙালী আশা আকাঙ্খার,চেতনার ভাবনার স্বর্ণ প্রতীক। তাঁর দুরদর্শী ভাবনা,নেতৃত্ব,একনিষ্ঠ ভালোবাসা,প্রশ্নহীন দেশভক্তি এবং নিরাপোশ দৃঢ়তায় গড়ে তোলেন এক অমর ইতিহাস--
         তিনি  ১৯২০ সালের ১৭ ই মার্চ মঙ্গলবার রাত্রি ৮ টায় জন্ম গ্রহণ করেন, আজ তাঁর জন্ম শতবর্ষ- “বাংলা কবিতা ডট কম”- এর পক্ষ থেকে সকল বাঙালী তথা বিশ্বাসীকে  জনাই শুভেচ্ছা ও অভিনন্দন--- বঙ্গবন্ধুর আদর্শে ভরে যাক প্রাণ- সুর পেয়ে যাক সুর হারা গান- “বঙ্গবন্ধু” তোমায় জানাই শত সালাম।