অজয়ের তীর বাঁকে বাঁকে,
আসে পাখি ঝাঁকে ঝাঁকে।
গায় তারা শত সুখের গাণ।
যেন হাজার স্বপ্নের কলতান।


অজয়ের কাজল জলে জলে,
মরাল মরালী আনমনে চলে।
আহঃ কি যে পাই সুখ।
মহানন্দে প্রসারিত বুক।


লাল পলাশের শাখে শাখে,
শত ফুলের ফাঁকে ফাঁকে।
বিহঙ্গ নাচে আজ সারাক্ষণ।
যেন ছুটে অচিনপুরে মন।


দুর পল্লীর সবুজ প্রান্তরে।
রাখালীয়া বাঁশির অন্তরে।
রচে মধুর স্বরলিপির সুর।
বাজে আজ হাজার নূপুর।
...........................