জন্মশত বর্ষে বঙ্গবন্ধু


কিছু ধ্বনি, কিছু বানী লিখা রয়,
থাকে অক্ষয়,মানে মন,রাখে বহু হৃদয়।
একটি অমর ধ্বনি, একটি অমর বানী,
একটি স্বর্ণাক্ষরে লিখা নাম-----
বজ্রকণ্ঠে ঘোষনা,
        “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
         এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন গ্রহ, নক্ষত্র থাকবে চলমান।
বাঙালীর বুকে,থাকবে অমর সুখে শেখ মুজিবুর রহমান।
আকাশে বাতাসে ধ্বনিত,
দীপ্ত বজ্রকন্ঠে ঘোষনা----
    "আমারে তোমরা দাবায়ে রাখতে পারবা না" --
শুনেছে বিশ্ববাসী বিশ্বাসের সেই স্নেহভরা আহ্বান-
      "আমাকে কেন হত্যা করবে ? ,ওরা আমারই সন্তান"।


আজ থেকে ঠিক একশত আগে,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পুষ্পবিকিশিত বাগে।
আবির্ভাব হলেন বঙ্গ মাতার বীর সন্তান।
অমর বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


মুজিব শতবর্ষ