বয়ে চলে যায়,নীরব সময়।
বসে ভাবি শুধু ক্ষীন জীবন দ্ব্যরে।
সদা ভুল হয়,অনন্ত সময়
                      ঘন অন্ধকারে।


সময়ের ভাঁজে,প্রভাতে আর সাঝেঁ
            আকাঁ-শত নকশী কাথাঁ।
আজও চুপ, কিছু সুখ বাকি দুঃখ,
            পাজঁরে নীরব কান্না ব্যথা ।


জন্ম-মৃত্য,উত্থান-পতন
             জানা নেই তার ব্যবধান।
আলো-আধাঁর,গড়া-ভাঙা
             লিখে রাখে তার সমাধান ।


দিগন্তের শরীর চুঁয়ে-
             নেমে আসে আধাঁর রজনী।
পরাজিত রবি শশী
বুক ফাটা বেদনায় দিশেহারা জননী


কত তার ব্যবধান
              কি যে তার সমাধান ।
হিসাব মিলাই অঙ্ক কষে,
সব ব্যবধান শুন্য  হয়-
              হিসাব মেলে মৃত্যুর শেষে।


-----