কবিতা: একটু স্বাধীনতা
             মহঃ সানারুল মোমিন


একটু স্বাধীনতা পেলে
লিখবো না আর কোনোদিন গল্প,গদ্য কবিতা
লিখবো গ্রাম্য মাটির গভীর থেকে উঠে আসা
প্রতিটি জীব, মানব শিশুর জন্ম কষ্টের ইতিকথা।


লিখবো,ব্যাথায় ধীরে ধীরে হারিয়ে যাওয়া
বাউলের একতারার মিষ্টি সুরে ভেজা গান
যেথায় মিশে আছে চির সুখের মানবতার প্রাণ।


লিখবো, যেখানে মিশে আছে কানায় কানায়
চাষা চাষীর বর্ষা ভেজা শত শরীরের ঘাম
আর আছে শত মজদুরের হাজার পরিশ্রম।


লিখবো,গ্রাম্য পথের ধারে ধান কুঁড়ানির কথা
যেখানে মিশে আছে দোয়েন কোয়েলের বুকব্যথা
আজ ভাসে তাদের জন্ম সুখের ইতিহাসের কথা।


একটু স্বাধীনতা পেলে
ভরে যাবে ফেলে আসা ফাঁকা ধানের জমি
ভরে যাবে পড়ে থাকা শূন্য ধান শস্যের খামার
সৃষ্টি হবে প্রতিটি মানবের সুখে ভরা সংসার।


তারিখ: ১৫ই আগষ্ট'২০২১