ব্যর্থতা
মহঃ সানারুল মোমিন
১২/০৩-২৩


একগুচ্ছ হতভাগা সময়
পর্ণমোচী উদ্ভিদের পাতাদের আশ্রয়স্থলে।
অনেক আগেই ঘুমিয়ে পড়েছে
চন্দ্রের রুপালি জোসনা
সব ঝরে পড়ে শিউলি ফুলের মত


শূন্য মহাকাশে ফুটন্ত ভুট্টা দানাদের মত
আলোহীন নক্ষত্ররা মৌন
আজও শুনি শূন্য তেপ্রান্তরে নবজাগরণের কলরব ঝিঁঝিঁ পোকার কণ্ঠে।


বসন্তের শিমুল পলাশের রঙে
অন্তিম দিগন্তে জাগে সূর্যের যৌবন।


খুব অসহায়
             সময়ের হৃদয়ে
ব্যর্থতার নব প্রজন্ম।