মেঘ ছুটেছে,
আকাশ ফুটেছে,
বৃষ্টি পড়ে ঝরঝর।
ঝড় আসে ছুটে,
সব কিছু টুটে,
প্রাণ করে ধড়ফড়।


জ্বলে বিদ্যুৎ,
কি অদ্ভুত,
চোখ ধাঁধানো ঝলকানি।
মেঘদের আওয়াজ,
করে সাজ সাজ,
কার যেন হুংকার শুনি।


ছুটি প্রাণপণ-
শুনে মেঘে গর্জন,
লুকাই মায়ের কোলে।
গর্জায় বারবার-
সব যে আঁধার,
যেন সব যাই ভুলে।


[হঠাৎ মেঘ,ঝড় আর বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি, মেয়ের অবাক করা আবদার, মেঘের আলো আর বৃষ্টির সঙ্গে শিল পড়া দেখবে- অবদার পূরণ করতে জানালার ফাক দিয়ে দেখতে বলি। দেখার সঙ্গে সঙ্গে মেয়ের উত্তর মেঘ ছুটে পালাচ্ছে আকাশ ফুটেছে- ইত্যাদি এই থেকে আমার এই কবিতা- ]
........................................................................................................
১২-০৮-২০১৮ সন্ধ্যা বেলা। বৃহস্পতিবার।
নগর, মুর্শিদাবাদ