ঘোর নিঝুম কালো আঁধার,
চাঁদ গেছে চলে,
যায় নি কিছু বলে,
বুক ভরা অভিমানে।
কোনদিন বুঝেনি আকাশ-
অনন্তকাল আছে তবু তার কোলে।


শ্রাবনের বাদল নেমেছে আবার,
বৃষ্টি ভেজা জলে,
মিশে আছে আজও-
কেয়ার সুমিষ্টি গন্ধ-
বুঝেনি উতাল বাতাস-
অনন্তকাল মিশে আছে হৃদয় তলে।


উত্তপ্ত রবির উদাসীনতায়
ক্লান্ত শত মেঘ –জমে,
ঘাম ঝরে যায় কালে কালে।
সেই ঘামেতে শীতলতা নামে-
অজানা ডাক পিয়নের খামে,


স্মৃতি পথে শ্যাওলা জমে,
মরিচা পড়ে-
চাপা পড়ে আছে অনেক অভিমান।
ঝরা পাতা নীরব রবে-
শত সুর হারিয়ে যাবে,
সুর বিহীন হবে জীবনের গান।