আমরা কি স্বাধীন ?
পরাধীন উৎস আর মোহনার কাছে।
সৃষ্টিতে কিছু সুখ দুঃখ মৃত্যুতেও ঠিক তাই।
মাঝের কিছু সময়  কিছু আনন্দ ও ছন্দ।
কিন্তু নির্ভরশীল প্রতি পালকের কাছে।
পর নির্ভরশীল নিজ জীবনের কাছে।


ভাসমান মেঘপুঞ্জ পরাধীন বায়ুর কাছে।
আলোকরাশি নিজ উৎসে।
পরাধীন, নয় স্বাধীন চলুক এই ভাবে-
যেন পাই কিছু সুখ দুঃখ জীবনের মাঝে।
এই কামনা, এই বাসনা।