কখনও ঘুমায়,কখনও জেগে থাকো।
রাতের শীতল আকাশে।
হাজার শিশির নেমে আসে,ভালোবেসে।
প্রভাতের জাগা ঐ ঘাসে।


শূন্য বুকে নেমে আসে,শত হাজার আশা-
বাদল ঝরার আশ্বাসে।
হৃদয়ের  মাঝের ব্যকুলতা থেমে যায়।
শত শত সত্য বিশ্বাসে।


মনের সাধনা,প্রাণের বাসনা পুড়ে মরে-
মৃত ভাদ্রের দাবাদাহে-
সত্যের আশায় সত্য,আজও থেকে যায়-
প্রবল আশা,উৎসাহে।


স্বরলিপি বদলে দিয়ে,ভাঙা বাঁশি নিয়ে
ঢেলে দিই নতুন সুর।
আসবে সুখের বৃষ্টি ধারা, ভরবে ধরা-
বাজবে প্রেমের নূপুর।