শামুকের মতো
মহঃ সানারুল মোমিন
১০/০৪-২০২৩ নগর,মুর্শিদাবাদ,প:ব,ভারত


প্রকাশ্যে ছিলাম
আজ শামুকের মত গোপনে
বুকে ব্যথার পাহাড় ধরে রাখি
প্রকাশ করি না প্রয়োজনে।


রয়ে গেছি বহু  দিন রাত, বহু শতাব্দীর পথ।
রম্বসের বিপরীত বাহুর মতো
ক্ষতবিক্ষত মন প্রাণ
                      রয়েছি অসহায় অবিরত।


ভাঙ্গাচাঁদ ভেঙে পড়ে
            দুই চোখে পড়ে ঢুলে,
            পশ্চিমে শান্তির কোলে।


বৃদ্ধ সূর্য একটু আগেই ক্লান্ত
             সারা শরীরে রক্ত  জমে
             হিসাব রাখি মিছে।
মাছের ফুলকো রক্তাক্ত
             রক্তপিণ্ড তার নিচে।