জন্ম থেকে মৃত্যু
           এত অল্প সময়,ভাবিনি।
ভোর থেকে সন্ধ্যা
           কত গল্প, হিসাব রাখিনি।
স্বপ্ন আর স্বপ্ন
          মিছে মিছে অলীক কল্পনা।
ইচ্ছা আর ইচ্ছা,
          বাড়িয়েছে হাজার বেদনা।


মিছে বেশি আয়োজন,
কি ছিল তার প্রয়োজন?
          পাওয়ার থেকে খাওয়া বেশি,
          বুকে ব্যথা,মুখে মিছে হাসি-
          বেড়ে চলে ব্যয়,শূন্য যে আয়।
          হিসাবে রাখিনি ঐ সব  দিনক্ষণ।


এত অল্প সময়, খুশিতে হৃদয়-
ভাঙে গড়ে শত শত কল্পনা।
শেষের পর কিছু থাকে-
        সেটাতো অল্প না-----