আর নয় বহুদিন-
হঠাৎ একদিন-
মিশে যাবো মাটির কণার সাথে।
পাবেনা দেখা আর-
বলছি তোমার-
মিশে যাবো গভীর রাতে।


ভালোবাসা প্রেম দিয়ে-
তোমারই নাম নিয়ে-
মিশে যাবো সাগরের জলে।
নিয়ে তোমার নাম-
নেই মোর কোন দাম-
মিশে যাবো ফুলে ফলে।


দেখো আমার পানে-
বুঝবে কতজনে?
মিশে যাবো তারার দেশে-
বুঝাবো কি ব্যথা-
শুনবে কি সেকথা?
মিশে যাবো বাতাসে।


মিশে যাবো দিগন্তে-
অজানা পথ বেয়ে-
মিশে যাবো রামধনুর দেশে।
বলিনি তোমায়-
বলবো না কোনোদিন-
বুঝে নিও মরণের শেষে।