বাংলা আমার প্রাণ
          বাংলা জীবনের গান
তোমাকেই চিনি চিরদিন
          তুমি আছো হৃদয়ে
                      সদা অক্ষত হয়ে
অমর শহীদ তোমার সন্তানের
           রক্ত ঝড়ানো অবদান--


ফাগুন ভাঙা আগুন ছিল
           তোমার সন্তানের বুকে
সব উপপাদ্য,আজ সম্পাদ্য হয়
           অন্যজন যাই বলুক মুখে।
                  রক্ত পেল পলাশ শিমুল
                          বয়ে চলে রক্তধারা
পরের কথায় কান দেবোনা
                       ভাষা না হয় ছন্নছাড়া।


                -------- মহঃ সানারুল মোমিন
    (২১/০২/২০২৪-বুধবার,সকাল-৯:৪০ মিনিট)