পল্লী পরিচিতি
   মহঃ সানারুল মোমিন


নদী নালা খাল বিল,
       মাছরাঙা, হাঁস চিল।
ঝোপ ঝাড় ঘাস বাঁশ,
       এই নিয়ে চার পাশ।
      
আম জাম লিচু বেল,
       গাছ ভরা নারিকেল।
মাঠ ভরা নানা ধান,
       নানা শাক আর পান।


ছয় ঋতু বারো মাস,
       প্রতি মাসে নানা চাষ।
ডাল ভরা নানা ফুল,
       সুর রচে প্রাণী কুল।
........................ সংক্ষিপ্ত