নীরব কথা
   মহঃ সানারুল মোমিন


কৃষ্ণ কালো মসৃণ স্লেটের বুকের পাঁজরে,
অস্থায়ী শ্বেত খড়ি মাটির আঁচড়।
চির ঘুম ভেঙে জাগতে চেয়েছিল কিছু শব্দ-অক্ষর।
থেকে গেছে নীরবে।  


বসন্তের হাত ধরে আসছে চেয়েছিল পুষ্প কুঁড়ি।
নগ্ন পথ বেয়ে দিগন্তে পাড়ি দেওয়ার শত স্বপ্ন।
আজও অঙ্কুরিত হয় নব শিশু-পাথরের বুকে।    
অসহ্য বেদনা।
সিক্ত হয়-ভগ্ন হৃদয়,মেঘেদের বিষাক্ত অশ্রজলে।
উষ্ণ জ্যোৎস্নায়,নীরব কিরণে,
জেগে ওঠে শত কথা,কিছু ব্যথা,
বসন্তের রাঙা ফুলে ফলে।