[এই আসরের প্রিয় শ্রদ্ধেয়া কবি জয়শ্রী কর মহাশয়াকে আমার এই ক্ষুদ্র উপহার দিলাম, সেই সঙ্গে রইল আসরের সকল কবিগণ ও পাঠগনের জন্য  শুভ কামনা।]


আসছে খুশির পুজো,
   সাজছে নদীর ধারের কাশ।
গগন মাঝে রবি হাসে,
   হাসে সুখের আশ্বিন মাস।


জেগে ওঠে নদীর জলে,
   হাসে শাপলা- শালুক ফুল।
ঐতো হাসে,ভালোবেসে,
   মাথা নেড়ে ডাকে কাশফুল।


ক্লান্ত দিবস, শান্ত হয়,
   ভোরে শীতল শিশির ঝরে।
বনে আবার শিউলী জাগে,
   খুশির জোয়ার মনের তীরে।


ছেঁড়া মেঘে,আকাশ ভরা,
   শুনি শুধু শারদীয়ার সুর।
জগত জুড়ে,খুশির জোয়ার,
   মন প্রাণ ছন্দে ভরপুর।


জ্বলবে ঘরে,প্রাণের দ্বারে,
   স্বচ্ছ মঙ্গল দীপের আলো।
তোমার ছোঁয়ায় ধন্যহোক,
   সবাই থাকে যেন ভালো।