যেখানেই শুরু, সেখানেই শেষ
            বৃথা শুধু শূন্য আবর্তন।
পরিশ্রম ঝরে পড়ে জঞ্জাল ডাসবিনে।


পৃথিবীর বিরামহীন কক্ষ পথ।
             ঝরে পড়ে আলো  ছায়া।
জীবন আচ্ছন্ন,ঘৃন্য বিবেকহীন আবরণে।


করে গ্রাস স্বচ্ছ মনুষ্যত্ব জন্ম
              পাপ লোভ হিংসা লালসায়।
স্বচ্ছতায় বাড়ে ঋণ,রাত্রিতে আর দিনে ।


শ্রেষ্ঠত্বের শুধু বৃথা পরিচয়
              অধম অচল,বিবেকহীন হৃদয়
বন্ধক রয়েছে আজ মূলধন হীন ঋণে।