মনে প্রাণে,উপবনে উদ্যানে
          এসে গেছে শিশু আমের মুকুল
এসে গেছে সাহসী সুগন্ধী নওজওয়ানের দল
সেই সুখবরে,সুকণ্ঠ সুমধুর সুরে, পেল সুর বুলবুল।


বাগানের শিশু থেকে যৌবন গায়ে
            সত্যের আলোক রশ্মি শরীর মেখে
গিয়েছে যেই পথ দিয়ে
             হাজার বসন্তের শীতল ছায়ায়
ক্ষুধার্তএর পয়গাম দিও পৌঁছিয়ে।


অসহায়ের প্রতি পরিহাস
              অন্ধ হৃদয়ে করে যদি বসবাস।
মনুষ্যত্ব হারায় মানব শরীর
              লোভ লালসায় রচিত ইতিহাস।


আকাশের আস্তানা থেকে
             চাই অন্ন বস্ত্র এক টুকরো রুটি।
বিষাক্ত গরল পূর্ন ভূমি
             বন্ধ্যা হয়েছে স্বপ্নের "মা' মাটি।


জন্মের শুরুতেই পঙ্গু অক্ষম
             প্রভুর দেওয়া ফুল শস্য দানা।
মাটি হোক চির শান্তির আশ্রয়
             প্রশান্ত সাগর না হয় আকাশ খানা।


সেখানেও ভেজাল, আছে জঞ্জাল
            ঝরে আগুন নীল আকাশের নীচে।
জ্বলুক যতই আলোক প্রভা
            ঘন আঁধার থেকে যায় তার পিছে।