সময়ের হিসাব
       মহঃ সানারুল মোমিন
        ১৪/২/২০২৩


বিশ্বাস রাখেনি বৃদ্ধ সময়
মানুষের মানবতা বা মনুষত্ব নয়।


পোয়াতি কুমারী ধান ক্ষেত
নত  মস্তক  সদ্যোজাত  সূর্যের কাছে।


ঝরে পড়া পাতায় অন্তিম উপন্যাস খুঁজি
উঠানের অসহায় বৃদ্ধ সজনে গাছে।


এক বিন্দু রক্তপিন্ডের মাঝে লিখা
চলমান পৃথিবীর  আদি জন্ম কথা।


বৃদ্ধ মায়ের আদরে হয় নির্বোধ শিশুর বুকে ব্যথা


হেরে যায় সমাজ বারবার
অসহায় লাঞ্ছিত নারীর কাছে।


সেই হিসাব আজও মেলেনি
      অসহায় নারী আমার "মা" যে।