নিদ্রিত স্মৃতি
   মহঃ সানারুল মোমিন


শত শতাব্দীর হাজার স্মৃতি নিদ্রিত
মাটির পাঁজরে
প্রাচীনতম নর কঙ্কালের অস্থি, মাংস
রক্তের কালিতে লিখা
আদিমতম উপন্যাস
ফেলে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস


পূর্ণিমার জ্যোৎস্নায় পুড়ে ছাই
            কবিতার না বলা ছন্দ
নয়নের গভীরে নোনা জলে আনন্দ
জেগে ওঠে প্রাণহীন মৃত ঢেউ হয়ে
প্রিয়ার প্রেমে বিষাদের ছায়া
মিশে যায় অচেনা শহরের
প্রাণহীন নবীন প্রবীণ অট্টালিকায়।