সময় ক্ষয়ে যায় রাতে দিনে
নুজ্য নত শরীর ঝুড়ি ঝুড়ি ঋণে।
আসে জড়তা পৃথিবীর গতির আবর্তনে।


বার্ষিক গতিতে আসে বার্ধক্যতা
পশ্চাতে ধীর গমন,নীরব আগামী সভ্যতা।
মাটির পাঁজরে মানব কঙ্কালে,
            আজও লিখা ইতিহাসের ব্যর্থতা।


মুছে যায় বর্নপরিচয়ের বর্ণমালা,
ব্যথায় পরিপূর্ণ গরীব দুঃখির নিঃস্ব খাদ্যের থালা।


নেমে আসে ঘন অন্ধকার,
মাটির উদরে থেকে যায় সহস্র শতাব্দীর খিদের জ্বালা।


এইভাবে ক্ষয়ে যায় সময় অসময়
       মানবতার বর্ণপরিচয়।


:::::::::::::::::::::::::::::::::::::::::::
১১/১০/২০২২ মঙ্গলবার,
নগর,মুর্শিদাবাদ,প:ব,ভারতবর্ষ