আজ এইদিনে রক্তঝরা জাতীয় শোক দিবস,
কেঁদেছিল আকাশ, ফুঁপিয়েছিল বাতাস।
বৃষ্টিতে নয়, ঝড়ে নয়- এ অনুভূতি ছিল শোকের,
পিতা শোকে প্রকৃতিতে সৃষ্টি যেন মহাপ্লাবনের।
পচাঁত্তরের এই দিনে,
বর্বর জাতি নিয়েছে তোমার জীবন কেড়ে।
হে বাঙালি জাতির পিতা,
তুমিই একমাত্র মহান নেতা।
সাতই মার্চের তোমার ঐতিহাসিক ভাষণ,
মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে কালেকশন।
চির ভাস্বর হয় থাকবে তোমার যোগ্য নেত্রীত্ব,
বিশ্ব নেতাদের মধ্যে তোমারই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ,
তুমি মৃত্যুঞ্জয়ী ঝর্ণাধারা মহাজীবনের অমৃতকণা।
বর্বর জাতি নিয়েছে তোমার শুধুই জীবন কেড়ে,
পারেনি নিতে তোমার স্বপ্ন কেড়ে।
তোমার স্বপ্নই হয়েছে বাস্তবায়ন,
সারাদেশে পূর্ণতা পেয়েছে উন্নয়ন।
তোমার কথা ভেবে আজও বাঙালির অশ্রু ঝড়ে,
সারাজীবন বেঁচে থাকবে বাঙালির হৃদয় মাঝে।
আমৃত্য যে বাঙালি প্রথম গেয়েছেন জয় বাংলার গান,
তুমি স্বাধীন বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমান।