লক্ষ লক্ষ নবী পাঠালেন এই ধরাতে,
অবশেষে পাঠালেন আল্লাহ্ নবী মোস্তফাকে।
সৃষ্টি যদি না করিত বিশ্ব নবীকে,
কিছুই না হইতো পয়দা বিশ্ব ভূবনে।
সর্ব আগে সৃষ্টি করে রেখেছিলেন গোপনে,
সবার শেষে শ্রেষ্ঠ করে পাঠালেন জগতে।
তিন'শ বছর কান্না করে ক্ষমা না পেলো আদমে,
মুহুর্তে হলো ক্ষমা বিশ্ব নবীর স্মরণে।
বলেন মূছা ঈসা নবীদ্বয় ধন্য হতো জীবনে,
জন্ম লাভ করিতাম যদি বিশ্ব নবীর উম্মতে।
ঐশী বানী বিশ্ব নবী পাইলেন যখন,
বিশ্ব মানব উম্মত তাঁহার হইলো তখন।
এ দুনিয়ায় তাওহীদ বানী বিশ্বাস করবে যাহারা,
পরকালে উম্মতি সাফায়াত পাইবে তাহারা।
বিশ্ব নবীর পরে কোন নবী না আর আসিবে,
শ্রেষ্ঠত্ব দিয়াছেন আল্লাহ্ তাঁহার উপরে।
বিশ্ব মানবের নবী হইলেন যিনি,
জ্ঞান দিয়াছেন কত তাহার পরিধি না জানি।
বিশ্ব মানবের তিনি দিলেন দীক্ষা,
জিবরিল ফেরেস্তা দ্বারা নবী পেলেন শিক্ষা।
নবীর জীবিত কালে যে কাজ ছিল না ভবে,
সে সব কাজকর্ম বেদাৎ বলে জানিবে।
কুরআন হাদিস শিক্ষা করিয়া আমল করিবে যেইজন,
পরপারে নাজাতের আশা করিতে পারিবে সেইজন।
পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কুরআন হাদিসে,
বুঝিতে পারিবে তাহা আমল করিলে।।