চিকিৎসক হয় কোমল ভাষী,
কথা বলে মিষ্টি হাসি।
রুগী এলে দেয় আলাপ জুড়ি,
দেখা যায় না কোন বাহাদুরি।
রোগের উৎপত্তি বুঝতে চায়,
যন্ত্রপাতি হাতে তুলে লয়।
পরীক্ষা আলাপে যায় মিলি,
ব্যবস্থাপত্র দেয় লিখি।
রুগীর রোগ জটিল হলে,
ভর্তি করে হাসপাতালে।
সময়, ধৈর্য, অর্থ থাকে,
দেখাতে পারবে ডাক্তারকে।
চিকিৎসা সেবায় হয় উন্নতমান,
লাইনে থেকে মানতে অধিনিয়ম।
সেবার মানে রোগ সারিয়া যায়,
চিকিৎসকের প্রসিদ্ধি হয়।
দেশবিদেশে সুযশ তার ছড়িয়ে যায়,
রুগী এসে জড়ো হয়।