জীবন তরী জন্মাবধি চলবে অবিরাম,
শিশু বাল্য কিশোর নামে নাই যে কারও বিশ্রাম।
বাল্য কিশোর যৌবনে বিদ্যার্জন শেষ,
তারপরে সংসারী সাজ আসিতেছে বেশ।
ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি যেজন করিবে,
সুখেতে তাহার জীবন কাটিতে থাকিবে।
সীমিত সংসারে হইবে যার ঠাঁই,
দুঃখদৈন্য তাহার কাছে আসিবে না ভাই।
বল-বিক্রম বাহাদুরি যৌবনে চালায়,
যৌবন চলিয়া গেলে আর তা হবার নয়।
বৃদ্ধ বার্ধক্য যখন আসিয়া পরিবে,
আয়-উন্নতি আরাম-আয়েস সবই চলিয়া যাইবে।
হাঁটিতে চলিতে কষ্ট বোধ হবে,
আস্তে আস্তে বার্ধক্যতা বৃদ্ধি পেতে থাকিবে।
খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন চলে আসবে,
দুর্বল শরীরে রাগ রঙ্গ দেখা দিবে।
অচল অবস্থা আসিতে পারে কারও জীবনে,
সদ্য শিশুর মত অচল থাকিবে।
বিছানায় শুয়ে শুয়ে দিন কাটাবে,
দুঃখ কষ্ট নিয়ে তার জীবন নিঃশেষ হয়ে যাবে।
এদুনিয়ায় পুণ্যকাজ করিলে,
ওপারে গিয়ে অনন্তকাল শান্তি কামনা করিবে।