জনক এমনই হয় যিনি শুধু দিতে জানে,
ক্ষুদার জ্বালা থাকলেও তিনি কাঁদে গোপনে।
সরণিতে হৃদয় দিয়ে চিন্তা করে যদি কেউ থাকত?
দূর থেকে আমায় একটু বাবা বলে ডাকত!
অন্তজকে বুকে জড়িয়ে ধরে একটু কাঁদিতে চাই,
তার নামে তার সুরে মনের সুখে গান আমি গাই।
খোলা হাওয়ায় অদূর সাগরে ঘুরে ঘুরে যাই,
যতই কাছে ডাকি তবু তার মন ভরে নাই।
ঘুমের ঘরে কল্পনা তার শুধু জেগে থাকা,
শান্তিপূর্ন ঘুম কি করে হয় সেটাই দেখা।
দূর রাস্তাতে হেঁটে চলা নয় তার পথ,
তনয়কে নিয়ে পথ চলাই তার শপথ।
জন্মদাতার এই বাঁধন থাকে যতক্ষণ,
তাদের নীর হবে সবচেয়ে মূল্যবান।