এ দুনিয়া খেলাঘর সবে করি খেলা,
এ খেলায় হারজিত রহিয়াছে মেলা।
বেহেশতো-দোজখ খেলা ঘরের ফল,
ভোগ করিতে হবে যত খেলার দল।
অবিশ্বাসী চিরকাল থাকবে দোজখে,
ভ্রান্ত দল অনুরূপ অবশ্যই হইবে।
খেলা ঘরে রীতি-নীতি যেই নিল মানি,
অন্তে তার সম্মানের হবে না কখনও হানি।
আসমানী কিতাবে স্বাক্ষী দিতেছে তাঁর,
বিজলী আকারে কেহ হয়ে যাবে পার।
কেহ যাবে অশ্ব বেগে কেহ যাবে হাঁটি,
পার হতে যে পারিবে সেই হবে খাঁটি।
বাকী সব গোমরা, হইবে কত ভোগ,
ক্ষমাশীল বেহেশতে যেতে পাইবে সুযোগ।