মনুষ্যত্ব আজ বিলুপ্ত, গ্রাস করেছে পশুত্ব,
মানুষে মানুষে ভুলে গেছে আজ মৈত্রী-সাম্যের ভ্রাতৃত্ব।
চারিদিকে শুধু হতাশা ও বেদনা,
নেই মানবতা নেই স্বাধীণতা।
বেছে নিয়েছে আজব এক আধুনিকতা,
তেমনি সমাজ থেকে সম্পূর্ণ সৃপ্ত পেয়েছে মানবতা।
আবেগকে করছে সবাই সহায়তা,
সস্তা প্রেমের কাছে অন্তর্হিত মায়া মমতা।
ভুলে গেছে আজ স্নেহ-ভালবাসা, কোমলতা।
নির্বাক সকলে চেয়ে দেখছে ধ্বংস, দেখছে হত্যা,
ধ্বংসের মুখে দাড়িয়ে আজ মনুষ্য সভ্যতা।
এর কি হবে না কখনোই কোন প্রতিকার? হবে না কি মানুষ ভাই ভাই?
বিশ্ববাসীর প্রতি আমার প্রশ্ন এ একটাই।
কবে জাগ্রত হবে বিশ্ব মানবতার?
হাত বাড়িয়ে দিতে পারে না কি সহায়তার?