ভাষা না জানিলে মানুষ হইত ইতর,
ভাষায় পেয়েছে মানুষ শ্রেষ্ঠ অধিকার।
জন্মগত ভাষা মানবের হয় না কখন,
নিয়তির নিয়মে মায়ের ভাষা শিখবে তখন।
বাংলা মায়ের মুখের মধুর হাসি,
তাইতো প্রাণের চেয়ে অধিক ভালবাসি।
সব ভাষারই সেরা আমাদের মাতৃভাষা,
আমাদের গর্ব বাংলা মায়ের প্রিয় বাংলা ভাষা।
বাংলা-ইংরেজি বহু ভাষা এ জগতে জুটে,
পরিবারে ভাষা শিশুর মুখে ফুটে উঠে।
মাতৃভাষা বলার শক্তি কেবল পরিবারে হয়,
পড়া-লেখার সাথে ভাষা শেখা, বেশি বৃদ্ধি পায়।
প্রেম-প্রীতি মানবতা ভাষায় গড়ে উঠে,
বিভেদ-বিচ্ছেদও ভাষার মাধ্যমে ঘটে।
মায়ের ভাষায় কথা বলি স্বপ্নের পথে এগিয়ে চলি,
বাংলা ভাষাতেই যেন মায়ের আবদার পূরণকরি।
ভাষায় হয় তুষ্ট-রুষ্ট ভাষায় পায় পান্ডিত্য
ভাষা-জ্ঞানে শ্রেষ্ঠ হয়ে রচনা হয় সাহিত্য।