বর্ষার নভস্থল আজ জলধর মেলা,
বৃষ্টি এসে অপরাহ্ণে দিলে দেখা।
রবি-দ্বিজরাজ জলধর আসিয়া ফেলিবে ঢাকিয়া,
তার সাথে আনে কত আধাঁর ডাকিয়া।
বিজলী চমক মারে মেঘের ঘর্ষণে,
বজ্রধ্বনি শুনা যায় ভীষণ গর্জনে।
জলদ জলদি বর্ষে মাঠ-ঘাট হয় ভর্তি
গাছপালা ফসলের জাগে যেন ফূর্তি।
তৃষ্ণা পেয়েছিল যতটুকু হৃদয়,
অনুতপ্ত মন শান্ত হল আজ জলধরায়।
কল্পনার তরুর মায়াবী ছায়ায়,
আমি রয়েছি আজ অবেলায়।
নিবিড় দিনে কত কথা মনে পড়ে নীরবে।
কত নিশি নির্ঘুমতার পরে,
অনেক অলস দুপুর ঝলসে গেছে দূরে।
এই অভ্র দিনের বেলা শেষে,
ঘন বৃষ্টি যেন আজ আর না থামে।
জমাটথাকা অনেক দিনের পরে,
হৃদয়ের প্রশান্তি যেন আজ বৃষ্টি হয়ে ঝড়ে।
অন্তরের অনুভূতি আজ ভেসেছে জলধরায়,
বর্ষা বিকেল সন্ধ্যা বেলায়।