মহাশক্তি যত আছে স্রষ্টার অধীন,
সৃষ্টির কল্যাণে চলে তাঁর ইচ্ছাধীন।
চন্দ্র, সূর্য গ্রহ-তারা শূন্যে চলে ভেলা,
আলো তাপ বিকিরণে করিতেছে খেলা।
অন্ধকার রজনীতে চন্দ্র করে আলো,
অরুণের তরুণ তাপ জীবদেহে ভালো।
নিশির শিশিরে ফুল ফলের সূচনা,
আলো বাতাসে বৃদ্ধি হয়ে জীবদেহে রচনা।
সূর্যকে দিয়াছে মহাশক্তি আগুনের গোলা,
গ্রহগুলো চক্রাকারে করিতেছে খেলা।
বায়ূ বিনে জীবকুল বাচেনা কখন,
বায়ূবিহীন জীবদেহ মরিবে তখন।
রজনীতে দেখা যায় অগুনিত তারা,
জীবের কল্যাণে ওরা দিতে আছে সাড়া।