বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা,
ক্ষুদ্রজ্ঞানে তোমার গুনের কথা লেখার নেই ক্ষমতা।
তোমায় নিয়ে যুগযুগ ধরে লিখবে কত কবি কবিতা,
সংগ্রাম করে এনেছো বাঙালির স্বপ্নের স্বাধীনতা।
৭মার্চে রেসকোর্স ময়দানে দিয়েছিলে অগ্নিঝরা ভাষন,
সকল মানুষ ঐক্যবদ্ধ করে ভেঙে দিয়েছিলে দুঃশাসন।
নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সহ্য করেছিলে কত ব্যথা,
জাতির সামনে একটাই পথ প্রাণের দাবী, শুধুই স্বাধীনতা।
বাঙালি জাতি হলো ক্ষুব্ধ তখনি শুরু হলো মুক্তিযুদ্ধ,
মুক্তিকামি বাঙালিকে পারল না করতে গৃহরুদ্ধ।
লাখো শহীদের রক্তেরাঙা ভূখণ্ডে হলো বীরের অমরগাঁথা,
পৃথিবীর মানচিত্রে আঁকা হলো সীমানা পেলাম স্বাধীনতা।
তোমার স্বপ্ন পূরণ করে শেখ হাসিনা হয়েছে মানবতার মা,
অপরাধের কাছে নত নয় মানব মাঝে রেখে গেছ স্বপ্নময় মাথা।