উত্তরের হিমবায়ু শীত বয়ে আনে,
পাতা ঝড়া বৃক্ষগুলি নির্জীবতা লাগে।
প্রভাতে রবির কিরণ করে ঝিকমিক,
সবুজ ঘাসের শিশির করে চিক চিক।
ভোরের প্রভাকর আলো মিষ্টি মিষ্টি লাগে,
সব মানুষ মোটা মোটা শীত বস্ত্র পরিধান করে।
প্রতিক্ষণে শীতের শীতল অনুভূতি,
জানালার পাশে এসে কাপে প্রজাপতি।
এই ঋতুতে দেখা যায় অনেক অতিথি পাখি,
শীত শেষে চলে যায় আকাশ পানে চেয়ে দেখি।
শীতের সময় পিঠা-পায়েসের ধূম পরে যায়,
খেজুররসে গ্রাম বাংলায় অনেক খাবার তৈরি হয়।
বৃদ্ধ মানুষ শীতকাল বেশি ভয় পায়,
পাঁচ ডিগ্রি সেলসিয়াসে মরণদশা প্রায়।
কুয়াশায় ঢাকা অন্ধকারে প্রকৃতি সাজে,
আদিত্য মামা যেন হেলে দূলে দেরী করে আসে।