নারী-পুরুষ কিভাবে হয় সমঅধিকার,
উভয়ের মনোবৃত্তি মাঝে রহিয়াছে ভিন্নতর।
বাল্য কিশোরে সমতালে বেড়ে উঠে,
যৌবনে বৈষম্যরূপ অবশ্যই ফোটে।
মমতাময়ী গর্ভধারিণী পায় যে অধিকার,
পিতা হতে সে অধিকার নাহি হয় তার।
সন্তান পালনে নারী অম্লান বদন,
পুরুষ পারে না কভু নারীর মতন।
দেহ-মন ললনার কোমল যেরূপ,
জন্মদাতার হয় না কভু অনুরূপ।
যে সকল কর্মে পুরুষ হয় সক্ষম,
রমণী সেই কাজে বড়ই অক্ষম।
পুরুষে পুরুষে কোথা পায় সম-অধিকার,
সুশিক্ষায় শিক্ষিত না হয়ে অবলা পায় অগ্রাধিকার।
কম ডিগ্রি আর বেশী ডিগ্রী সবাই হবে একাকার,
সকলে আমরা একই মানব সবাই ডাকি এক ইশ্বর।
সকল মানুষই মানুষ, কেউ কারও চেয়ে ছোট নয়,
সমান হোক মানুষের মন, সমান হউক অভিপ্রায়।