সত্য সবে ভাল বাসে মিথ্যাকে নয়,
তবু ধরার বুকে মিথ্যা না লুকায়।
সৎ-অসৎ সবে মিথ্যাকে তাড়ায়,
মিথ্যা শুনলে সবে নাসিকা গুছায়।
সত্য যদি লিখি আমি কারো ওপর পরে,
মিথ্যা লিখলে একশ্রেণি মিথ্যাবাদি বলে।
নিরপেক্ষ লিখতে গিয়ে পক্ষ হয়ে যায়,
সত্য-মিথ্যা কোনটা লিখবো ভেবে নাতো পাই।
বাল্য হতে শিক্ষা পাই সত্যের জয়,
তবু মিথ্যা কথার হয় না দেখি ক্ষয়।


করিনা তো কোন দল লিখি সত্যের গান,
দেশের জন্যে মাটির জন্যে রাখছি বাজি প্রাণ।
দলে দলে ছুটছে মানুষ গাইছে নিজের গান,
মিথ্যা দিয়ে ঢাকতে চাইছে সব মানুষের মান।
নৈতিকতা ভুলে গিয়ে নিজের মতো চলে,
ঈশ্বর-খোদার নামে শুধু নাফরমানি করে।
ভুলে ভুলে জীবন তরী শেষ হয় যখন,
প্রায়শ্চিত্তে শুধু ঈশ্বর-খোদা বলে, হয় মিথ্যার পতন।