লক্ষ-কোটি মানুষ ভবে,
দেখতে নাহি একরূপ হবে।
একই রক্তে-মাংস সকলের দেহে,
চরিত্র কখনও না একই হবে।
বিদ্যা-বুদ্ধিতে কেউ হয়ে অনেক পটু,
ধনসম্পত্তির অধিকারী হয় না তবু।


দেখতে প্রতিবন্ধী, কুশ্রী-বিশ্রী কত যে কালো,
সে কারো বুকের মানিক-রতন, দু'নয়নের আলো।
সব যদি ভাই সমান হতো, তবে কিসে মূল্য তোমার,
আলোর মূল্য বাড়িয়েছে যে, সে তো হল অন্ধকার।


নির্বোধের মত দেখা যায় অর্থ-সম্পদ অনেক হয়ে,
প্রমাণ ছাড়া কারো কাছে বহু ধন-রত্ন গচ্ছিত রাখে।
আছে কত নির্দয় লোক পরের ধন লুন্ঠন করে,
দয়া-মায়া হৃদয় ভরা পরের দুঃখে কেঁদে ফেলে।


কেউবা দেখি কিশোর বয়সে, ধর্ম পথে থাকে মাতি,
কঠিন হৃদয়ের বৃদ্ধ কত, ধর্ম পথে নাই গতি।
পূর্ণ কুটিরে বাস করে, ধর্ম কাজে ব্যস্ত থাকে,
জন্মিয়াই কেহ যায় মরে, বৃদ্ধ হইয়া কেহ বাঁচে।
চলিয়া যায় ধনির ধন, ধনি হয় দরিদ্র জন,
সৃজন করেছে যিনি, সব রহস্য জানেন সেই জন।
সাদা-কালো, লম্বা-বেটে, স্রষ্টার কাছে সব বরাবর,
সবই প্রভুর হাতে গড়া, রাখে শুধু সে দিলের খবর।