রাত যখন আসে মেঘমুক্ত আকাশে,
সারা গগন ভরে মিটি মিটি তারকা হাসে।
আঁধার রাতে তাহার সাথে বলছি মনের কথা,
শুনে যায় শুধু বলে না কিছু এটা কেমন প্রথা।
হাত ছানিতে ডাকি যদি না আসিবে কাছে,
দূর আকাশে আছো তুমি চোখের জলে ভাসে।
যুগ-যুগান্তে তারকায় তারকায় দিয়েছে যোগ,
হৃদয়ের কল্পনায় কাল পুরুষের হয়েছে সংযোগ।


সপ্তর্ষি মন্ডলে মনে মনে সরল রেখা টানিলে,
চিন্তা-চেতনার সাথে দিক ভ্রমে ধ্রুব তারা যায় মিলে।
তারকা খসিয়া পড়ে উল্কাপাত বলা হয়,
ধুমকেতুর শতাব্দী হয়ে আকাশে দেখা দেয়।
লক্ষ লক্ষ তারা দেখি না হবে আঁধার,
এক চন্দ্র আলো করে জগত সংসার।


আকাশ জুড়ে আঁখি মোর দেখি অবাক তাহার চাহনি,
পলকেই আসে তবু নেই পাশে রাত কেটে যায় তখনি।
রাত কেটে দিন এলে শুধুই কাঁদে এই মন,
আবার কখন দেখবো তোমায় ভরবে আমার দু'নয়ন।