প্রিয়া......
চোঁখ যেন খাঁপখোলা তলোয়ার,
তাকালেই খুন ঝরে _ এমন-ই ধার !
রংমহলের সুবাস ছিটিয়ে,
সোনালী কুন্তল উড়ে_ জ্যোতি ছড়িয়ে ।
দোলে পৃথিবী, টুটে আসমানের বাঁধন,
নজরানা দেয় তোমারে আমরণ !!!


প্রিয়া,
নিঝুম রাতে, দাগহীন অকলঙ্ক চাঁদের পানে,
পুষে রাখা কষ্টেরা তলোয়ার হয়ে আঘাত হানে।
মিথ্যাপুরী পৃথিবীর বুকে রক্ত-অশ্রু ঝরে,
শুধু লাশেরা তোমার আড়ালে চলাফেরা করে।
মৃত্যুক্ষরণ কৌশলে গ্রাস করে ভালোবাসার বুক,
প্রেমিকেরা ভুলে যায়_ মৃত্যু'র স্বাদ, ঘ্রাণ, কুপ।
আদরে ডেকে নেয় আশাহত জীবনের পানে,
প্রেম বুঝি - বেঁচে উঠে_ জেঁগে উঠে মরণে !!!